লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি চাঞ্চল্যকর মুহাম্মদ মাহবুবুর রহমান বাপ্পী (২৩) হত্যা মামলায় লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সাবেক নেতা মোরশেদুল আলম নিবিলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) গভীররাতে লোহাগাড়া থানা পুলিশ আমিরাবাদ স্কুল রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৬ জুন) সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নিবিল আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ার মোঃ আবদুল ছালামের পুত্র।
এ ব্যাপারে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, মোরশেদুল আলম নিবিল ছাত্রলীগ নেতা বাপ্পী হত্যা মামলার এজাহাভূক্ত আসামি। তাকে সোমবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে বাপ্পীকে গলাকেটে করে হত্যা করা হয়। বাপ্পী আমিরাবাদের পুরান বিওসি এলাকার আনোয়ার হোসেন ও জেসমিন আক্তারের ছেলে। হত্যার পরের দিন বাপ্পীর মা জেসমিন আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।
বাংলাধারা/এফএস/টিএম













