বাংলাধারা প্রতিবেদন »
করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে ১৩ চিকিৎসককে মৌখিক পরীক্ষা শেষে নিয়োগপত্র দেওয়াসহ চট্টগ্রাম বন্দরের ৫০ শয্যার বিশেষায়িত ইউনিট তৈরির কাজ শেষ পর্যায়ে। এই করোনা ইউনিট গড়ে তোলা হচ্ছে বন্দর হাসপাতালের উত্তর দিকের ই ব্লকে ।
বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, প্রথম ধাপে ক্রিটিক্যাল করোনা রোগীদের জন্য অত্যাবশ্যক হাই ফ্লো অক্সিজেন সিস্টেমসহ ৫০ শয্যার ইউনিট চালু করছে বন্দর কর্তৃপক্ষ। আইসোলেশন ওয়ার্ডে যাদের হাই ফ্লো অক্সিজেন সেবা দরকার হবে তাদের আলাদা কক্ষে নেওয়া হবে। দ্বিতীয় ধাপে আইসিইউ চালু করা হবে।
তিনি আরও বলেন, আইসোলেশন ইউনিটের সরঞ্জামের জন্য দরপত্র হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে এসব সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, দ্রুত সময়ের মধ্যে করোনা ইউনিট চালু করার ব্যাপারে বন্দরের স্বাস্থ্য বিভাগ অত্যন্ত আন্তরিক ভাবে কাজ করছে। ইতোমধ্যে চিকিৎসকদের নিয়োগপত্র দেওয়া হয়েছে। বৃহস্পতিবারের (১৮ জুন) মধ্যে তাদের যোগ দেওযার জন্য বলা হয়েছে। চিকিৎসা সরঞ্জাম বসানোর কাজও পুরোদমে চলছে। শিগগির আমরা করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে পারবো।
বাংলাধারা/এফএস/টিএম
				












