বাংলাধারা প্রতিবেদন »
নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে ২৫০ শয্যার একটি আইসোলেশন সেন্টার খোলে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সেখানে চিকিৎসা সেবা দিতে সিটি করপোরেশন পরিচালিত বিভিন্ন হাসপাতালের ১৬ জন চিকিৎসক এবং নার্স ও ব্রাদারসহ আরও ২০ জন কে বাছাই করা হয়। গত রোববার থেকে শুরু হওয়া তিনদিনের প্রশিক্ষণে ১০ চিকিৎসক ও একজন স্টোরকিপার অনুপস্থিত ছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে নির্দেশ দেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
মঙ্গলবার (১৬ জুন) মেয়রের নির্দেশে তাদের অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন চসিকের সচিব মো. আবু শাহেদ চৌধুরী।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- মেডিক্যাল অফিসার ডা. সিদ্ধার্থ শংকর দেবনাথ, ফরিদুল আলম, আবদুল মজিদ সিকদার, সেলিনা আকতার, বিজয় তালুকদার, মোহন দাশ, ইফতেখারুল ইসলাম, সন্দীপন রুদ্র, হিমেল আচার্য্য, প্রসেনজিৎ মিত্র ও স্টোর কিপার মহসিন কবির।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, প্রশিক্ষণে যোগদান না করার কারণে তাদের অব্যাহতি দেয়া হয়েছে। আজ থেকেই তা কার্যকর করা হবে। তাদের স্থলে নতুন ১০ চিকিৎসক ও ১ জন স্টোর কিপয়ার সংযুক্ত করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম
				












