৪ নভেম্বর ২০২৫

বেতন-ভাতা কমাল তিনটি ব্যাংক, সিদ্ধান্তে পিছু হটল বিএবি

বাংলাধারা প্রতিবেদন »  

দেশের বেসরকারি ব্যাংকে বেতন কমানোসহ খরচ কমাতে ১৩ দফা নির্দেশনা দিয়ে বেসরকারি ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। তবে এরই মধ্যে তিনটি ব্যাংক তাদের কর্মীদের বেতন-ভাতা কমিয়েছে। দ্য সিটি ও এবি ব্যাংকের পর এবার কর্মীদের গ্রস বেতন-ভাতা ১৫ শতাংশ কর্তন করলো এক্সিম ব্যাংক।

এর আগে রবিবার (১৪ জুন) প্রত্যেক ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে ব্যাংক কর্মীদের দেড় বছরের জন্য ১৫ শতাংশ বেতনভাতা কমানোর পাশাপাশি খরচ কমানোর জন্য ১৩ দফা নির্দেশনা দিয়েছিল বিএবি। এর মধ্যে বিজ্ঞাপন খরচ কমানোর কথাও রয়েছে।

বিএবির এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন ব্যাংকাররা। তাদের মতে, এ সিদ্ধান্ত হলে ব্যাংকাররা নিষ্ক্রিয় হয়ে পড়বে। তাদের মনোবল ভেঙে পড়বে। তবে বিএবি বলছে, বেতন কমানোর কোনো সিদ্ধান্ত হয়নি। আর এ ধরনের নির্দেশনা দেয়ার অধিকারও বিএবির নেই।

এদিকে, করোনাভাইরাসের কারণে আর্থিক মন্দার হাত থেকে রক্ষার নামে সম্প্রতি কর্মীদের বেতনভাতা ১০ শতাংশ কমিয়েছে দ্য সিটি ব্যাংক। পাশাপাশি কর্মীদের পদোন্নতি বন্ধ, ইনক্রিমেন্ট ও অন্যান্য ভাতাও কমানো হয়েছে। এবি ব্যাংক লিমিটেডও তাদের কর্মীদের বেতন ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বলে জানা গেছে।

বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, পরিচালনা পর্ষদের সভায় ৪০ হাজার টাকার বেশি বেতন পান, এমন কর্মীদের বেতন-ভাতা ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকালের মধ্যেই এ সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে কর্মীদের জানানো হবে। চলমান সংকটে ব্যাংক বাঁচাতেই এ সিদ্ধান্ত নিয়েছি। দেশের আত্মসামাজিক পরিস্থিতিতে ব্যাংকারদের বেতন-কাঠামো এমনিতেই বেশি ছিল। ১৫ শতাংশ বেতন কমালে ব্যাংকারদের কোন সমস্যা হওয়ার কথা নয়।

তিনি আরও জানান, আমরা বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যানরা একসঙ্গে বসেছিলাম। একটি ইনফর্মাল আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কী করা যায় তার একটা সম্ভাব্য উপায় খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। তবে কোনো ব্যাংকে এ চিঠি বা নির্দেশনা দেয়া হয়নি। কারণ, ব্যাংক কীভাবে চলবে সেটা ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনা রয়েছে। তাদের বিনিয়োগ ও স্যালারির ধরনও ভিন্ন। ব্যাংকগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় চলবে। এক্ষেত্রে বিএবি কোনো হস্তক্ষেপ করবে না।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ