লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মিরিখীল সোলতান আহমদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য ২ লাখ টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ।
জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুস সালামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য আনোয়ার কামালের ১৫নং ওয়ার্ডের নির্বাচনী এলাকায় বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য এ অনুদান প্রদান করা হয়।
শুক্রবার (১৯ জুন) বিকেলে জেলা পরিষদের পক্ষে বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের স্থান পরিদর্শন করেছেন লোহাগাড়া বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আধুনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সেক্রেটারি ও স্থানীয় ইউপি সদস্য জমির উদ্দিন বাবর।
সমাজসেবক মিরান হোসেন মিজান বলেন, চুনতি মিরিখীল গ্রামে সোলতান আহমদ চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ২ লাখ টাকা অনুদান দেওয়া হয়। আগামীতেও বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদ সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













