২৯ অক্টোবর ২০২৫

পটিয়ায় কমছে না মাছ-মাংস ও সবজির দাম

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রাম পটিয়ায় আবহাওয়ায় কারণে গত এক সপ্তাহ ধরে পটিয়ায় মাছ-মাংস ও সবজির দাম ঊর্ধ্বমুখি। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় সামুদ্রিক মাছের সরবরাহও কমে গেছে। পুকুরের মাছের দামও অনেক বেশি।

পটিয়া মুন্সেফ বাজারে শনিবার (২০ জুন) ইলিশ মাছ ৪০০-৬০০ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, কোরাল ৬৫০ টাকা, লইট্যা ১৫০-১৬০ টাকা, বাটা ৩৫০ টাকা, মধুবালা ৪০০ টাকা, তেলাপিয়া ১৬০ টাকা, রুই ২৫০ টাকা, কাতাল ২৫০-৩০০ টাকা, পাবদা ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা, লেয়ার ২৫০ টাকা, কর্ক ২৪০-২৬০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে।

সবজির মধ্যে কাঁকরোল ৪০ টাকা, আলু ৩০ টাকা, পটল ৪০ টাকা, শসা ৩০ টাকা, টমেটো ৪০ টাকা, ঝিঙা ৩০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, গাজর ৩০ টাকা, বরবটি ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, ঝিঙ্গা ৪০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন