২৯ অক্টোবর ২০২৫

অবশেষে করোনা জয় করলেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক

বাংলাধারা প্রতিবেদন »

দীর্ঘ ২৮ দিন করোনার সাথে যুদ্ধ করে অবশেষে জয়ী হলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

শনিবার (২০ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নিজেই করোনা নেগেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা হাসান শাহরিয়ার কবীর বলেন, ডায়াবেটিস কন্ট্রোল রেখেছি। ঠিকভাবে খাওয়া-দাওয়াটা করেছি। সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে-গরম পানি ব্যবহার, গরম পানি খাওয়া এবং গরম পানির ভাপ নেওয়া। করোনামুক্ত হতে এ তিনটি সাইন্টিফিক। তাছাড়া লেবুর রস মাঝে মধ্যে, সঙ্গে আদা, লং, এলাচ একসঙ্গে করে চা খেয়েছি। এগুলো নিয়মিত করেছি। এক সপ্তাহ পর আবার টেস্ট করাবো।

উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে ডা. হাসান শাহরিয়ার কবির হোম আইসোলেশনে চলে যান। পরে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হলে উন্নত চিকিৎসার জন্য তিনি এবং তার মা রাজিয়া কবীর ঢাকায় আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। 

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন