বাংলাধারা প্রতিবেদন »
আলোচনা-সমালোচনার মাধ্যমে যেন স্বাস্থ্যকর্মীরা মনোবল না হারায় সেভাবে কাজ করতে হবে। জনগণ যেন মনোবল না হারায় সে বিষয়েও মিডিয়াকে ভূমিকা রাখার আহ্বান জানান শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় নগরীর রাজাখালী ওয়েডিং পার্কে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর উদ্যোগে তৈরি করোনা আইসোলেশন সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি গণমাধ্যমকে এই আহ্বান জানান।
শিক্ষা উপমন্ত্রী বলেন, রেজাউল করিম চৌধুরী এখনো রাষ্ট্রীয় কোন দায়িত্বে না থেকেও এগিয়ে এসেছেন। এটা অনেক বড় মানসিকতার পরিচয়। তার কাছে আবেদন থাকবে, তিনি নির্বাচিত হলে যেন একটি বিশেষায়িত হাসপাতাল করবেন। সারাদেশের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনই প্রথম স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবিএম মহিউদ্দিন চৌধুরী উদ্যোগ নিয়েছেন। ওয়ার্ডে ওয়ার্ডে আরবান হেলথ কেয়ার করেছেন। রেজাউল করিম চৌধুরী নির্বাচিত হলে অনুরোধ করব সে ধারা অব্যাহত রাখবেন।
নওফেল বলেন, মানুষ চিকিৎসা পাচ্ছে বলেই করোনা সংক্রমিত মানুষের সংখ্যা লক্ষাধিক পার হলেও মৃত্যুর হার কম। যুক্তরাষ্ট্রে লক্ষাধিকের উপরে মারা গেছে। এতেই প্রমাণিত হয়, দেশে এখনো নিয়ন্ত্রণে আছে, এটা প্রমাণ করে আমরা সচেতন আছি, অন্যান্য দেশ থেকে আমরা সামাজিকভাবে এগিয়ে আছি।
উদ্বোধনকালে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আরও বলেন, আগামীতে চট্টগ্রাম যেন শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নত হয় তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সড়ক আর ফ্লাইওভারে উন্নত হলে হবে না।
জবাবদিহিতা নিশ্চিত করার জন্য মিডিয়াকে কাজ করার আহবান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, আলোচনা-সমালোচনার মাধ্যমে যেন স্বাস্থ্যকর্মীরা মনোবল না হারায় সেভাবে কাজ করতে হবে। জনগণ যেন মনোবল না হারায় সে বিষয়েও মিডিয়াকে ভূমিকা রাখতে হবে।
এসময় এম রেজাউল করিম চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক এসোসিয়েশন বিএমএ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ.ন.ম মিনহাজুর রহমান, কাউন্সিলর হারুন উর রশিদ, শহিদুল আলম শহিদ, এম আশরাফুল আলম, মহিলা কাউন্সিলর প্রার্থী রুমকি সেন গুপ্তা, সাবিনা আক্তার রুজি, সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক আজিজুর রহমান আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ সম্পাদক ইলিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













