বাংলাধারা প্রতিবেদন »
মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আরশেদুল আলম বাচ্চু।
মঙ্গলবার (৩০ জুন) আগ্রাবাদের শান্তি নগরে শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং চলতি মাসের ৭ জুন থেকে তার এই ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা নগরীর প্রত্যেক এলাকায় এই সেবা দিয়ে যাবে বলে জানান।
ইতোমধ্যে ১৫টি এলাকায় প্রায় ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শুধু চিকিৎসা নয় সঙ্গে দেওয়া হচ্ছে ফ্রি ওষুধপত্রও। করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন দুইজন চিকিৎসক। আর তাদের সহযোগিতা করছেন ২০জন স্বেচ্ছাসেবক।
এ বিষয়ে আরশেদুল আলম বাচ্চু বলেন, চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে প্রচুর। এই পরিস্থিতির কথা বিবেচনা করে ফ্রি চিকিৎসাসেবা ব্যবস্থা করেছি। ৭ জুন থেকে আমরা করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের চিকিৎসাসেবাসহ নানা পরামর্শ দিচ্ছি। মূলত করোনা আক্রান্ত যেসব রোগীর মৃদু লক্ষণ আছে, তাদের এ সেবা দেওয়া হচ্ছে।
দেশে করোনা শুরু হওয়ার পর থেকে অসহায় ও মধ্যবিত্ত পরিবারকে খাবার সহায়তা দিচ্ছেন বাচ্চু। খাবার সহায়তা ছাড়াও ফ্রি সবজি বাজার কার্যক্রম চালু করেন তিনি। তার এই দুটি কার্যক্রম এখনও চলমান আছে।
মঙ্গলবারে এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ওসমান গনি আলমগীর, নগর ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকারিয়া দস্তগীর,সাবেক ছাত্রনেতা শরিফুল রহমান রিয়াজ, আদনান শাহরিয়ার তমাল,মোহাম্মদ সুমন, যুবলীগ নেতা তাজুল ইসলাম, নগর ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক কাজী মাহমুদুল হাসান রনি, উপ-অর্থ সম্পাদক আবু হানিফ রিয়াদ, সদস্য মাহমুদুর রশীদ বাবু, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিব হায়দার প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













