বাংলাধারা প্রতিবেদন »
করোনা মোকাবেলায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) হাসপাতালকে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন সাইফ পাওয়ারটেক লিমিটেড। বুধবার (১ জুলাই) প্রতিষ্ঠানটির পক্ষে পরিচালক তরফদার মো. রুহুল সাইফ হাসপাতালটির প্রধান ডা. বদরুল আলমের হাতে উপহারসামগ্রী হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর (অব.) ফারুক আহমেদ খান।
সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে সাইফ পাওয়ারটেকের পরিচালক তরফদার মো. রুহুল সাইফ ভবিষ্যতে যে কোন প্রয়োজনে আইসিডিডিআরবি’র পাশে থাকবেন বলে জানিয়েছেন। এছাড়াও, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমরা মাস্ক, গ্লাভস, হাত ধোয়ার সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার সহ প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছি।
ডা. বদরুল আলম এ দুর্যোগের সময়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালকের প্রশংসা করেন।
বাংলাধারা/এফএস/টিএম













