২৫ অক্টোবর ২০২৫

হালদা পাড়ের ৭০ জেলে পরিবার পেল ‘ভালবাসার থলে’

বাংলাধারা প্রতিবেদন » 

হালদা নদীর মা মাছ ও ডলফিন রক্ষা এবং করোনা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে হাটহাজারী উপজেলার গুমান ইউনিয়নের জেলেদের সাথে জনসচেতনতা মূলক অনুষ্ঠান করে উপজেলা প্রশাসন। এ সময় ৭০ জেলে পরিবারের মাঝে ‘ভালবাসার থলে’ বিতরণ করা হয়।

শনিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এসব খাদ্যসামগ্রী ভর্তি ‘ভালবাসার থলে’ প্রদান করেন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, এই বছরের মত প্রতিটি বছরেই যেনো ডিম উৎপাদন হয় সেজন্য হালদা নদী পাহারা দেয়া এবং যত্ন করার আহবান জানানো হয় জেলেদের।

এসময় আরও উপস্থিত ছিলেন গুমানমর্দন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন