২৯ অক্টোবর ২০২৫

করোনারোধী কাপড় তৈরি করেছে সিভাসু

বাংলাধারা প্রতিবেদন »

করোনা মোকাবেলায় এখনও সুনির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয় নি। দিন দিন জনমনে বিরাজ করছে আতঙ্ক। ভাবনা একটাই, কবে দূর হবে করোনা। কবে স্বাভাবিক হবে দেশ। এই দুঃসময়ে মানুষকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এলো চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। প্রতিষ্ঠানটির গবেষকরা এমন একটি কাপড় তৈরি করেছে যা দুই মিনিটেই করোনা ধ্বংস করতে সক্ষম।

গবেষকদের দাবি, দিন দিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। আতঙ্কে দিনাতিপাত করছেন সাধারণ মানুষ। তাই জনগণের পাশে দাঁড়িয়ে কিছুটা স্বস্তি দিতে আমরা এই উদ্যোগ হাতে নিই। ফেব্রিকস উন্নত সিলভার এবং ভ্যাসিকাল প্রযুক্তির বিশেষ মিশ্রণে তৈরি করা হয়েছে কাপড়টি যা মাত্র দুই মিনিটে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভাইরাসকে ধ্বংস করতে পারবে। এমনকি কাপড়টি ২০ বার ধোয়ার পরেও এর উপাদানগুলোর কার্যকারিতা নষ্ট হয় না।

গবেষণায় নেতৃত্ব দেয়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকী জানান, আমাদের উদ্ভাবিত করোনাপ্রতিরোধী পোশাক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বাজারে আনছে দেশের বাণিজ্যিক একটি প্রতিষ্ঠান ও সুইজারল্যান্ডভিত্তিক একটি কোম্পানি। গবেষণা কার্যক্রমের যাবতীয় আর্থিক সহায়তা দিচ্ছে রুট গ্রুপ। করোনা কিলার সামগ্রী ব্যবহার করে যদি মানুষকে আবার তার কর্মে ফেরানো যায়, সেজন্য আমাদের এ উদ্যোগ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন