কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে অভিযান চালিয়ে ৩ হাজার ৫’শ কেজি সরকারি ত্রাণের চাল ও ৯৯টি চটের খালি বস্তাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৫। শনিবার রাতে উখিয়ার মরিচ্যা বাজারে হলুদিয়া রোডস্থ মরিচ্যা পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
রোববার (৫ জুলাই) সকাল দুপুরে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন, হলদিয়া পালং উনিয়নের বাসিন্দা সোনালীর ছেলে মো. এহছান (৩১), মৃত সৈয়দ আহমদের ছেলে আবুল কালাম (৩২) এবং মৃত মকবুল আহমদের ছেলে আবুল কালাম (৫০)।
এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, কিছু লোক উখিয়ার মরিচ্যা বাজার হলুদিয়া রোডস্থ মরিচ্যা পোস্ট অফিস সংলগ্ন আল্লাহর দান ও মো. এহছান স্টোরের গুদাম ঘরে সরকারী ত্রাণের চাল মজুদ করছে এমন সংবাদ পেয়ে শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। র্যাব-১৫’র চৌকস অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছে তিন জন লোককে সরকারি খাদ্য অধিদপ্তরের সীল-মোহরসহ ত্রাণের চাল চটের বস্তা থেকে প্লাস্টিকের সাদা বস্তায় পরির্বতন করতে দেখে।
‘প্রতিটি চটের বস্তার গায়ের উপড় খাদ্য অধিদপ্তরের ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা ছিল। পরে র্যাব সদস্যরা পুরু গুদাম ঘর তল্লাশী করে ৩ হাজার ৫’শ কেজি সরকারী ত্রাণের চাল ও ৯৯টি সরকারী চটের বস্তা সহ ৩ জন ব্যক্তিকে আটক করে। উদ্ধারকৃত সরকারী চাল ও খালি চটের মূল্য প্রায় ১ লাখ ২২ হাজার ৫’শ টাকা।’
তিনি আরো জানান, আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধারকৃত মালামালসহ আটকদের উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













