২৯ অক্টোবর ২০২৫

ভাটিয়ারিতে ‘শান্তি’ আইসোলেশন সেন্টারের যাত্রা শুরু

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারীতে বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজে যাত্রা শুরু করেছে ৫০ শয্যাবিশিষ্ট ‘শান্তি’ করোনা আইসোলেশন সেন্টার।

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় করোনা আইসোলেশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় সীতাকুণ্ডবাসীকে সুচিকিৎসা প্রদানের লক্ষে চট্টগ্রাম-৪, সীতাকুণ্ড আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এমপি’র সার্বিক সহযোগিতায় ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন ও আলহাজ্ব কামাল উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে আইসোলেশন সেন্টার ‘শান্তি’ প্রতিষ্ঠা করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন