৪ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা; ৩ নম্বর সতর্কতা সংকেত

বাংলাধারা প্রতিবেদন »  

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে গতকাল থেকেই হচ্ছে থেমে থেমে বৃষ্টিপাত। বৃষ্টিতে নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। এদিকে চট্টগ্রামে বৃষ্টি আরও কয়েকদিন টানা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১১ জুলাই) আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, চট্টগ্রামের কোথাও কোথায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ, দক্ষিণ পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ১২-১৮ কিলোমিটার বেগের বাতাস ৪৫-৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন