বাংলাধারা ডেস্ক »
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী স্মরণে রংপুরে নানা কর্মসূচির আয়োজন করেছে মহানগর ও জেলা জাতীয় পার্টি।
কবর জিয়ারত, কোরআন খতম, আলোচনা সভাসহ দিনভর থাকছে বিভিন্ন কর্মসূচি। দুর্নীতি ও শোষণমুক্ত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এরশাদের আদর্শ ও কর্ম বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানিয়েছেন দলের নেতাকর্মীরা।
গত বছর ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এরশাদ। ১৬ জুলাই রংপুরের পল্লী নিবাসে সমাহিত করা হয় তাকে।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন এরশাদ। পরে তার পরিবার রংপুরে চলে আসেন। রংপুরেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এরশাদ।
১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রক্ষমতায় আসেন এরশাদ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পদত্যাগ করেন তিনি। ১৯৯১ সালে এরশাদ গ্রেপ্তার হন। ১৯৯১ সালে জেলে অন্তরীণ থাকা অবস্থায় এরশাদ রংপুরের পাঁচটি আসনে বিজয়ী হন। ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনেও এরশাদ সংসদে পাঁচটি আসনে বিজয়ী হন। ১৯৯৭ সালের ৯ জানুয়ারি জামিনে মুক্ত হন তিনি।
চলতি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতাও ছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













