বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে গত একদিনে নতুন করে ১৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যুবরণ করেছেন একজন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৬৯ জনে। এখন পর্যন্ত মৃত্যুর মিছিলে যোগ দিলেন ২২১ জন।
শনিবার (১৮ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রামের ছয় ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৯৩৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারমধ্যে নগরীর ১০৩ জন ও বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন ৭৭ জন।
জানা গেছে, বিআইটিআইডিতে ৫৯ জনের নমুনা পরীক্ষায় নগরীর ১৬ জন ও ৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা রয়েছেন।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষা করে নগরীর দুই জন ও বিভিন্ন উপজেলার ৫ জন বাসিন্দার করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তারমধ্যে নগরীর ১৯ জন ও বিভিন্ন উপজেলার রয়েছেন ৭ জন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৩৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৩ জন ও বিভিন্ন উপজেলার ৩৩ জনের করোনা মিলেছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৬ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৯ জন ও উপজেলার ১৩ জনের করোনা মিলেছে।
শেভরণ ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৪ জন ও উপজেলার ৫ জনের করোনা মিলেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা পজিটিভ এসেছে।
নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া উপজেলা পর্যায়ে ৭৭ জনের মধ্যে লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ১, বাঁশখালীর ২, আনোয়ারার ৪, চন্দনাইশ ৯, পটিয়ার ৩, বোয়ালখালীর ৩, রাঙ্গুনিয়া ৬, রাউজানের ১০, ফটিকছড়ির ১১, হাটহাজারীর ১৭, মিরসরাইয়ের ৪, সন্দ্বীপের ১ ও সীতাকুণ্ডের ৩ জন বাসিন্দা আছেন।
এখন পর্যন্ত আক্রান্ত হওয়া চট্টগ্রামে ১২ হাজার ৪৮৯ জনের মধ্যে নগরের ৮ হাজার ৮২৩ জন ও বিভিন্ন উপজেলার ৩ হাজার ৮৪৬ জন বাসিন্দা আছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা ২২১ জনের মধ্যে নগরের ১৫৭ জন ও উপজেলার ৬৪ জন বাসিন্দা।
গত একদিনে সুস্থ হয়েছে ১১ জন। এ নিয়ে চট্টগ্রামে সুস্থ হয়েছে মোট ১ হাজার ৪৯৮ জন।
বাংলাধারা/এফএস/টিএম













