৪ নভেম্বর ২০২৫

বাকলিয়ায় প্লাস্টিকের গুদামে আগুন, ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বৌ-বাজার এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি প্লাস্টিকের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৮ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে লামাবাজার ও চন্দনপুরার চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছে, প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্লাস্টিকের গুদামে আগুন লাগে। প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন