৪ নভেম্বর ২০২৫

লোহাগাড়ায় মন্দির উন্নয়নে জেলা পরিষদের অনুদান

লোহাগাড়া প্রতিনিধি »

চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান রাধাকৃষ্ণ মন্দির ও কালি মন্দিরের উন্নয়নের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান দেয়া হয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুস সালামের পক্ষ থেকে জেলা পরিষদ সদস্য আনোয়ার কামালের নির্বাচনী এলাকা-১৫ উপজেলার কলাউজান রাধাকৃষ্ণ মন্দিরের উন্নয়নের জন্য ১ লাখ ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়। এদিকে মন্দির উন্নয়নের কাজও সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে মন্দিরের উন্নয়নের কাজ পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, প্রকল্পের সভাপতি ও আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মৃণাল কান্তি মিলন।

বড়হাতিয়ার কৃতি সন্তান মিরান হোসেন মিজান বলেন, করোনাকালীন সময়ে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন থেমে নেই। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। দেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। চট্টগ্রাম জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে কলাউজান রাধাকৃষ্ণ মন্দির ও কালি মন্দিরের উন্নয়নের জন্য ১লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন