বাংলাধারা প্রতিবেদন »
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা।
রোববার (১৯ জুলাই) করোনা আক্রান্তের বিষয়টি জানা যায়।
জানা গেছে, সাকিবের বাবা হোম কোয়ারেন্টাইনে আছেন। শক্তিশালী কোন উপসর্গ না থাকায় বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। গতকাল জ্বর অনুভব করায় সতর্কতা হিসেবে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন তিনি।
এর আগে করোনা মোকাবিলায় নিজ জেলা মাগুরা বেশ সক্রিয় ছিলেন মাশরুর রেজা, সাকিব আল হাসান ফাউন্ডেশন ও নিজ উদ্যোগে করোনার এই কঠিন সময়ে গরিব ও অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।
বাংলাধারা/এফএস/টিএম













