৩ নভেম্বর ২০২৫

ভারমুক্ত হয়ে সাধারণ সম্পাদকের দায়িত্বে দস্তগীর

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে ভারমুক্ত করে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করলো কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (১৯ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাকারিয়া দস্তগীরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থেকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

এর আগে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি পদত্যাগ করায় তার শূন্য পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছিল।

শনিবার পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন