২৪ অক্টোবর ২০২৫

মৃত্যুহীন দিনে চট্টগ্রামে নতুন শনাক্ত ১২৬

বাংলাধারা প্রতিবেদন >>

চট্টগ্রামে গত একদিনে ৭৪৪টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১২৬ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে নগরে ৯৬ জন এবং উপজেলায় ৩০ জন রয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৬২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কোন রোগী মৃত্যুবরণ করেন নি।

শনিবার (২৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই সব তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের ৬টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৪৪টি নমুনা পরীক্ষা করা হয়।
 
এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬৭টি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়।  

এতে চবি ল্যাবে ৩৪ জন, বিআইটিআইডি ল্যাবে ৮ জন, চমেক ল্যাবে ১৩ জন এবং সিভাসু ল্যাবে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।

অন্যদিকে বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫টি নমুনা পরীক্ষা করে ৩১ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ২৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩টি নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলেছে।

গত ২৪ ঘন্টায় ৫১ জন সুস্থ হয়েছেন। চট্টগ্রামে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন রোগী।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন