খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দশ নম্বর এলাকার এক পল্লী চিকিৎসককে চিকিৎসার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে নুর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসককে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার পা বাঁধা ছিল এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত নুর মোহাম্মদ টিপু খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ২নং ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ঘরেই ছিলেন পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু। ভোর রাত ৪টার দিকে স্বজনের অসুস্থতার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যান তিন অজ্ঞাত যুবক। রাত গড়িয়ে সকাল হলেও নুর মোহাম্মদ টিপু ফিরে না আসায় তার স্ত্রী তাকে ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া তাদের মধ্যে আশঙ্কার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়।
এদিকে দুপুর দেড়টার দিকে স্থানীয়রা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা ব্রিজের নিচে ধলিয়া খালে বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী ও পুলিশে খবর দেন। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ভূঁইয়া জানান, সাপমারা ব্রিজের নিচে ধলিয়া খালে হাত পা বাঁধা বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশের ময়না তদন্তেরর জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












