২৪ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে মাটির নিচ দিয়ে যাবে বিদ্যুতের তার

বাংলাধারা প্রতিবেদন »  

শিগগিরই শুরু হচ্ছে চট্টগ্রামে মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেওয়ার কাজ। ইতোমধ্যে নগরের কোন কোন এলাকা দিয়ে তার নেওয়া হবে তা চিহ্নিত করতে কাজ শুরু করেছে বিদ্যুৎ বিভাগ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।

৬০ বর্গমাইলের চট্টগ্রাম নগরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন হাজার কিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে প্রাথমিকভাবে ৫০০ কিলোমিটার এলাকাজুড়ে মাটির নিচ দিয়ে নেওয়া হবে বৈদ্যুতিক তার। বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই প্রকল্পের মধ্যে মাটির নিচ দিয়ে তার নেওয়ার প্রকল্পও একটি।

মাটির নিচে বিদ্যুতের তার নেওয়া হলে নগরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনাও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা একইসাথে অগ্নিকাণ্ডের ঘটনা অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এমন উদ্যোগে খুশি নগরবাসীও।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিতরণ) দক্ষিণাঞ্চলের প্রকল্প পরিচালক মো. মকবুল হোসেন বলেন, নগরের কোন কোন এলাকায় মাটির নিচ দিয়ে তার যাবে সেটি চূড়ান্ত করার জন্য কাজ করছি। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকে কাজ শুরু করতে পারবো।

উল্লেখ্য, দেশে প্রথম বারের মতো মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম চালু হয় সিলেটে। সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকার সড়কের উপরে থাকা বিদ্যুতের খুঁটি সরিয়ে মাটির নিচ দিয়ে সংযোগ চালু করা হয়।

বাংলাধারা/এফএ/টিএম/ইরা

আরও পড়ুন