বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও সরকারি দায়িত্ব পালনকালে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের পক্ষ থেকে প্রেরণ করা হল ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী।
রোববার (২৬ জুলাই) সকাল ১১ টায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা আত্মউৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের নিকট ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
জানা গেছে, চলমান করোনা যুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ হারিয়েছে তার পরিবারের পাঁচ সদস্যকে। এছাড়াও সরকারি দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গ করেছেন আরও অনেকে। তাদের অবদান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ শ্রদ্ধাভরে স্মরণ করছে। আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে জীবন উৎসর্গকারী এই পুলিশ সদস্যদের পরিবারের নিকট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম এর পক্ষ থেকে প্রেরণ করা হয় ঈদ উপহার।
এসময় সেখানে উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম













