বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে চকবাজার থানার ওসি নিজাম উদ্দিনকে। তবে চকবাজার থানায় এখনো কোন ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন করা হয় নি।
রোববার (২৬ জুলাই) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের সই করা এক আদেশে নিজাম উদ্দিনকে বন্দর থানায় পদায়ন করা হয়।
উল্লেখ্য, এর আগে পুলিশ পরিদর্শক মীর মোহাম্মদ নুরুল হুদা ছিলেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বুধবার (১৫ জুলাই) তাকে বন্দর থানার ওসি পদে বদলি করা হয়। শুক্রবার (১৭ জুলাই) তিনি বন্দর থানায় যোগ দিয়ে দায়িত্ব বুঝে নেন। কিন্তু রোববার (১৯ জুলাই) পুলিশ সদর দফতর থেকে তাকে শিল্প পুলিশে বদলি করা হয়। তবে কেন বা কী কারণে হঠাৎ এমন বদলি, তা জানা যায়নি।
বাংলাধারা/এফএস/টিএম













