খাগড়াছড়ি প্রতিনিধি »
পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালায় এমএন লারমা সমর্থিত জেএসএস কর্মীর বাড়ীতে স্বশস্ত্র হামলা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার( ২৮ জুলাই) মধ্যরাতে উপজেলার নরেল্দু কার্বারী পাড়া এলাকায় এঘটনা ঘটে সন্ত্রাসীরা সালমান ত্রিপুরার বসতঘর লক্ষ করে শতাধিক রাউন্ড ব্রাশ ফায়ার করে এঘটনায় কেউ আহত হয়নি।
ঘটনাস্থল থেকে দীঘিনালা থানা পুলিশ ৫৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। জানা যায়, গত মঙ্গলবার রাত দেড়টার সময় ২০/২৫ জনের স্বশস্ত্র সন্ত্রাসী প্রবীণ ত্রিপুরা ওরফে সালমান ত্রিপুরা বাড়ী লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে এসময় প্রবীণ ত্রিপুরা ওরফে সালমান বাড়ীতে না থাকলেও বাড়ীতে তার স্ত্রী এবং ছয় জন এমএন লারমা সমর্থিত জেএসএস এর কর্মী রাত্রীযাপন করছিলেন এলোপাতাড়ি ব্রাশ ফায়ারে ঘরে অবস্থান করা লোকজন মাটিতে শুয়ে প্রাণে বেঁচে যান।
এ ব্যাপারে প্রবীণ ত্রিপুরা ওরফে সালমান এর স্ত্রী চিন মালা ত্রিপুরা (৪০) জানান, ঘরের একটি কক্ষে আমি ও আমার ছেলে বিশ্বজিৎ ত্রিপুরা (১২) এবং আমার মা কে নিয়ে থাকি| রাত দেড়টায় গুলির শব্দে খুবই আতঙ্কিত হয়ে পড়ি। ঘরের বেড়া হাফ দেয়াল থাকায় জীবনে রক্ষা পেয়েছি।
এমএন লারমা সমর্থিত জেএসএস কমিটির দীঘিনালা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এঘটনায় সন্তু লারমা সমর্থিত জেএসএসকে দায়ী করে বলেন, সালমানের ঘরে আমাদের ছয়জন কর্মী রাত্রী যাপন করছিলেন। তিনি এভাবে হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ৫৯টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে তিনি আরো জানান ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












