২৫ অক্টোবর ২০২৫

সেই ‘ষ্টীল গার্ডেন’কে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »  

পরিবেশ ও শব্দ দূষণ করায় নগরীর পাহাড়তলীতে অবস্থিত ‘ষ্টীল গার্ডেন’ নামক আলমারি কারখানার সত্ত্বাধিকারী মো জসিম উদ্দিনকে জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদফতর।

রবিবার (৯ আগষ্ট) দুপুর ১২ টার দিকে কারখানাটিকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের পরিচালক মো নুরুউল্লা নুরী।

নুরুউল্লা নুরী বলেন, পরিবেশ ও শব্দ দূষণের একটি অভিযোগ আমাদের হাতে আসে এবং বাংলাধারায় সংবাদ প্রচারের পর আমাদের অধিদফতর থেকে একজন পরিদর্শক নিয়োগ করে বিষয়টি তদন্তের জন্য পাঠাই। প্রাথমিক ভাবে অভিযোগ ও বাংলাধারার প্রতিবেদনের সূত্রের সাথে মিল পাওয়া যায়।

তিনি বলেন, পরবর্তিতে অভিযুক্ত জসীম উদ্দিনকে নোটিশ দেওয়া হয়। আজ তিনি পরিবেশ অধিদফতরে এসে পরিবেশ ও শব্দ দুষনের বিষয়টি স্বীকার করেন। তাই অভিযুক্তকে পরিবেশের ছাড়পত্র না থাকায় প্রাথমিকভাবে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং চলতি মাসের ২৫ তারিখের মধ্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে ছাড়পত্র নেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, উক্ত সময়ের মধ্য যদি ছাড়পত্রের জন্য আবেদন না করে তাহলে পুনরায় এবারের চেয়ে কঠোর পদক্ষেপ নেবো এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি আবাসিক এলাকার মধ্য হয় তাহলে ছাড়পত্র দেওয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাধারায় ‘পাহাড়তলীতে বসত ঘরে আলমারির কারখানা- পরিবেশ ও শব্দ দূষণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশিত হওয়ার ১৭ দিনের মাথায় ‘ষ্টীল গার্ডেন’র সত্ত্বাধীকারি মো জসিম উদ্দিনকে পরিবেশ ও শব্দ দুষনের অপরাধে অভিযুক্ত করে জরিমানার আওতায় নিয়ে আসা হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন