২৬ অক্টোবর ২০২৫

মাটিরাঙ্গায় ইউএনও হিসেবে যোগ দিলেন তৃলা দেব

খাগড়াছড়ি প্রতিনিধি » 

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তৃলা দেব।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরের দিকে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। তিনি মাটিরাঙার মানবিক ও শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পরিচিত বিভীষণ কান্তি দাশ’র স্থলাভিষিক্ত হবেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পরপরই বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ফুল দিয়ে বরণ করে নেন। এর পরপরই মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙাের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

৩৩তম বিসিএস (প্রশাসন) এর মাধ্যমে তিনি প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে এটাই তাঁর প্রথম কর্মস্থল। ব্যক্তিগত জীবনে বিবাহিত তৃলা দেব এক সন্তানের জননী।

দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, পুর্বের ইউএনও’র সুচিত কাজের ধারাবাহিকতা বজায় রেখে তিনি কাজ করতে চান। মাটিরাঙা উপজেলাকে নতুন রূপে সাজানোর স্বপ্নের কথাও জানালেন মাটিরাঙার প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তৃলা দেব।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব আরো বলেন, উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। এই করোনাভাইরাসের মাহারীতে উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন