৪ নভেম্বর ২০২৫

কর্ণফুলীতে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন

কর্ণফুলী প্রতিনিধি »

স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ আলোচনা ও দোয়া মাহফিল করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার অস্থায়ী কার্যালয় রিমা কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শোক সভায় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা, কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ কর্ণফুলীর কর্মকর্তা ও কর্মচারীগণ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি ফারুক চৌধুরী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বঙ্গবন্ধু রয়েছে আমাদের হৃদয়ে। এই পৃথিবীর যতদিন থাকবে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের কাছে বেঁচে থাকবে। জাতির পিতার স্বপ্ন ছিলো বাংলাদেশকে একটি সোনার দেশ হিসেবে গড়ে তুলা। সেই স্বপ্ন পূরণের লক্ষে দেশরত্ন শেখ হাসিনা পরিশ্রম করে যাচ্ছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন