বাংলাধারা প্রতিবেদন »
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১৫ আগস্ট) শ্রদ্ধা নিবেদন শেষে নগরীর এনায়েত বাজার বাটালী রোডস্থ সংগঠনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী নাজিম উদ্দিন আজমলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলে আজ বাঙালী হিসেবে আমরা মাথা উঁচু করে দাড়িয়ে পরিচয় দিয়ে বলি আমরা বাঙ্গালী। সেই বাঙ্গালী জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ও তার পরিবারকে হত্যা করেও কিন্তু সেদিন তাঁর আর্দশ, নীতিকে মুছে ফেলতে পারেনি ঘাতকরা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শাখা কমিটির নেতৃত্ববৃন্দ বক্তব্য রাখেন।
বাংলাধারা/এফএস/টিএম /ইরা













