৩ নভেম্বর ২০২৫

শোক দিবসে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দিনব্যাপী কর্মসূচি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে দিনব্যাপি কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করেছে চট্টগ্রাম ছাত্রলীগ।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের নেতৃত্বে শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের এই কর্মসূচীর সূচনা করা হয়।

সকাল ১০টায় কলেজ মসজিদে খতমে কোরআন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শোক দিবসের এই কর্মসূচীর সূচনা করে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে কলেজ ছাত্রলীগ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর এম মুজিবুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মুজাহিদুল ইসলাম চৌধুরী, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া। 

এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর এম মুজিবুল হক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তিনি স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা আজ ১৭ কোটি বাঙালি স্বাধীন সার্বভৌমভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রে বসবাস করতে পারছি। যতদিন পৃথিবীর এই দেশ, এই মানচিত্র থাকবে ততদিন বাঙালির হৃদয়ে চির অমর হয়ে থাকবেন বঙ্গবন্ধু। 

কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, বঙ্গবন্ধু হত্যার আজ ৪৫ বছর পরও আমরা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের হত্যার পূর্ণ বিচার পাইনি। এখনো আত্মস্বীকৃত খুনিরা দেশ বিদেশে ঘুরে বেড়ায়। তাই আজকের দিনেই আমাদের আহ্বান অনতিবিলম্বে খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর হোক। তবেই আত্মার শান্তি হবে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের।

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক খন্দকার নাইমুল আজম, কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, অনিক চৌধুরী সোহেল, আমিনুর রহমান রিফাত, জাহিদ হাসান সাইমুন, জিয়াউদ্দীন আরমান, আবদুল্লাহ আল সাইমুন, মনির রিহান, ইমাম হোসেন, আবদুল্লাহ আল নোমান, আবদুল হালিম, অর্ণব দেব, সাফায়েত হোসেন রাজু, ওয়াহিদুর রহমান সুজন, জামশেদ উদ্দিন, শামীম নেওয়াজ, রিয়াজুল ইসলাম শান্ত, আজিজুল হাকিম মাসুম, মোস্তফা তারেক, শহীদুল ইসলাম, কায়েস মাহমুদ, আসাদ মাহমুদ শহীদ, সৈয়দ নাঈম, জোবায়েরুল ইসলাম, মুবিনুল হক সাব্বির, জিব্রানুল ইসলাম রুমি, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আনসার উদ্দীন প্রমুখ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন