মিরসরাই প্রতিনিধি »
জাতীয় শোক দিবস উপলক্ষে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে দিনের প্রথম প্রহরে জোরারগঞ্জ বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা অর্ধনির্মিত রাখার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানের সূচনা।
এরপর সকাল দশটায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে শহীদদের স্মরণে কুরআন খতম আয়োজন করা হয়। বিকেলে বাদ আছর জোরারগঞ্জ বাজার রেজিস্ট্রি অফিস পাশ্ববর্তী মসজিদে মিলাদ এবং দোয়ার মাহফিল আয়োজন করেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ।
এসময় সেখানে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শ্যামল দেওয়ানজী, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনয়োর হোসেন ইমন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু তাহের, সহ-দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ সেলিম,সদস্য নিজাম উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মোহাম্মদ নুরুল হুদা, সিরাজুল ইসলাম, যুগ্ন-সম্পাদক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানারাথ আহাম্মদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা শাহীনুর রহমান শাহীন সহ ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক বৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ আরিফ, ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক তানিম রাব্বি, মুক্তিযুদ্ধ মঞ্চ মিরসরাই উপজেলা শাখার সভাপতি রবিউল হোসেন রায়হান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক সেফায়েত হোসেন সেফা, প্রচার সম্পাদক দূর্জয় চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













