৩ নভেম্বর ২০২৫

আনোয়ারায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন

আনোয়ারা প্রতিনিধি »

আনোয়ারা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে বিনম্র শ্রদ্ধায় দিবসটি পালন করা হয়।

আনোয়ারা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক সংগঠন এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

শোক দিবসের শুরুতে আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ করে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী, কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন