২৬ অক্টোবর ২০২৫

প্রবল বৃষ্টিতে দুর্ভোগে নগরবাসী; পাহাড়ধসের আশঙ্কা

বাংলাধারা প্রতিবেদন »

বন্দর নগরী চট্টগ্রামে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিতে কয়েকটি নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি প্রবল বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। এদিকে নগরীর কিছু এলাকায় তৈরি হয়েছে পাহাড়ধসের আশঙ্কা। সাগর কিছুটা উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

সোমবার (১৭ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রামে বৃষ্টি আরও কয়েকদিন টানা থাকতে পারে। কোথাও কোথায় অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে মাঝারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকে থেকে ঘণ্টায় ১২-১৫ কিলোমিটার বেগের বাতাস ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

এ ছাড়া নদী বন্দরে ১ নম্বর নৌ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, ভারি বর্ষণে ভূমিধসের শঙ্কায় নগরের সরকারি ও বেসরকারি মালিকানাধীন ১৭টি পাহাড়ের পাদদেশে ‘মৃত্যুঝুঁকি’ নিয়ে বসবাস করা লোকজনকে সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন