২৬ অক্টোবর ২০২৫

চসিকের ওয়ার্ড সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোন ওয়ার্ড সচিবই তার আগের কর্মস্থলে থাকবেন না বলে জানিয়েছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা। এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, চসিকের ওয়ার্ড সচিব পর্যায়ে বড় ধরনের রদবদলের ঘটনায় নাগরিকদের সেবা পাওয়ার ক্ষেত্রে ভোগান্তি বাড়বে বলে মনে করছেন অনেকেই।

সাবেক কাউন্সিলররা জানান, ওয়ার্ড সচিবরা তাদের নিজ নিজ এলাকা সম্পর্কে ভালোভাবে জানেন। যেহেতু অনেকদিন ধরেই তারা একটা এলাকায় কাজ করছেন। কিন্তু ওয়ার্ড সচিবদের রদবদল করার ফলে নতুন এলাকায় সেবা দিতে গিয়ে তারা সমস্যার সম্মুখীন হতে পারেন।

জানা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে সচিবদের মধ্যে অদলবদল করা হয়েছে পাশাপাশি ওয়ার্ডে। উদাহরণ হিসেবে সূত্র জানিয়েছে, নতুন এই আদেশের ফলে ৭ নম্বর ওয়ার্ডের সচিব ৮ নম্বর ওয়ার্ডে এবং ৮ নম্বর ওয়ার্ডের সচিব যাবেন ৭ নম্বর ওয়ার্ডে।

চসিকের প্রধান নির্বাহী মো. সামসুদ্দোহা বলেন, ওয়ার্ড সচিবদের কাজের ক্ষেত্র বদল হয়েছে। প্রতিটি ওয়ার্ড সচিব অভিজ্ঞ। নাগরিক সেবা দিতে গিয়ে তারা সমস্যায় পড়বেন এমনটা আমাদের মনে হয় না।

উল্লেখ্য, এর আগে ৪১ ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব ভাগাভাগি করে দেয়া হয়েছিল চসিকের ৩ জন কর্মকর্তার মধ্যে। ৪১ জনের দায়িত্ব ৩ জন কিভাবে পালন করবে সেটি নিয়ে তখন প্রশ্ন উঠলে চসিকের পক্ষ থেকে বলা হয়েছিল সব কিছুই দেখভাল করবেন ওয়ার্ড সচিবরা। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সাথে সমন্বয় করবেন।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন