বাংলাধারা ডেস্ক »
শক্তিশালী অনূর্ধ্ব-১৯ দল গঠনে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারকে নিয়ে আগামী ২৩ আগস্ট শুরু হবে ক্যাম্প, চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্প শুরুর আগে কয়েক ধাপে যুবাদের করোনা পরীক্ষা করা হচ্ছে।
প্রথম ধাপে রোববার বিসিবিতে ১৫ জন ক্রিকেটার ও ১২ জন সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। যেটার রিপোর্ট এসেছে আজ। সবার রিপোর্টের ফলই নেগেটিভ এসেছে। করোনা পরীক্ষায় উতরানো এই ২৭ জন দুই-একদিনের মধ্যে বিকেএসপিতে চলে যাবেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক স্কিল ক্যাম্প করতে যাচ্ছে বিসিবি। কোভিড টেস্টের জন্য ১৫ জন করে তিন গ্রুপে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের।
ক্যাম্পের জন্য নির্বাচিত অবশিষ্ট ৩০ ক্রিকেটারের পরীক্ষা নেয়া হবে মঙ্গল ও বৃহস্পতিবার। কোচিং ও সাপোর্টিং স্টাফসহ মোট ৬৫ জনকে করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে। মঙ্গল ও বৃহস্পতিবার শেষ দুই ধাপে করোনা টেস্ট করা হবে আরও ৩৮ জনের।
বিকেএসপিতে যুবাদের স্কিল অনুশীলন শুরু হবে ২৩ আগস্ট। ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে নিজেদের মধ্যে ভাগ হয়ে আটটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
আকবর-রাকিবুল-ইমনদের বিশ্বকাপ অভিযানের সমাপ্তি হয়েছে বছরের শুরুতে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে তারা এনে দিয়েছেন স্বপ্নের শিরোপা। আকবরদের পালা শেষ। করোনা বিরতি কাটিয়ে এবার ২০২২ বিশ্বকাপের জন্য নতুন করে যুব স্কোয়াড গঠনের প্রক্রিয়া শুরু করে দিল বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













