২৫ অক্টোবর ২০২৫

সাংসদ ফজলে করিম করোনা আক্রান্ত

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের রাউজান থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য ও উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় করোনা পরীক্ষার রিপোর্টে তার পজিটিভি আসে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী সুমন দে।

মহামারি করোনা সংকটের শুরু থেকেই রাউজানে রাস্তাঘাটে নিজেই ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক প্রয়োগ, প্রায় ৩ কোটি টাকার ত্রাণ তহবিল গঠন করে ৬৫ হাজার মানুষের কাছে নিজে গিয়ে ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী। মাসিক সম্মানীর ১৫ লাখ টাকাও ত্রাণ তহবিলে প্রদান করেছেন তিনি।

সর্বশেষ রাউজানে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবিএম ফজলে করিম চৌধুরী।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ