৩ নভেম্বর ২০২৫

নতুন নতুন রূপে আত্মপ্রকাশ করে চলেছেন এভ্রিল!

বাংলাধারা বিনোদন »

চট্টগ্রামের মেয়ে আমেনা তথা এভ্রিলকে ছোটবেলায় মা-বাবার দেওয়া নাম ছিল জান্নাতুল নাঈম আমেনা। তখন তাকে নিয়ে বা তার নাম নিয়ে কোনো আলোচনা ছিল না। তাকে কেউ চিনতও না। কিন্তু তিনি আজ জান্নাতুল নাঈম এভ্রিল। আমেনা থেকে যখন এভ্রিল হলেন, দেশব্যাপী শুরু হলো তাঁকে নিয়ে আলোচনা ও সমালোচনা।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ২০১৭’র মুকুট শুরুতে উঠেছিল জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায়। যদিও পরে সমালোচিত হওয়ার কারণে বিজয়ী ঘোষণার চারদিন পর তাকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয় এবং জেসিয়া ইসলামকে নতুন মিস বাংলাদেশ ২০১৭ ঘোষণা করা হয়।

বাংলাদেশের একজন উঠতি মডেল এভ্রিল। তবে মহিলা বাইকার হিসেবেও সমানভাবে পরিচিত। তার মুকুট ছিনিয়ে নেওয়ার পেছনেও কারণ ছিল। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর বিধিমালা অনুযায়ী বিবাহিত নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

জানা গিয়েছিল, বিয়ে ও বিয়ে বিচ্ছেদের খবর গোপন রেখে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে আমেনা তথা এভ্রিল। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে বিষয়টি জানার পর তাকে বাদ দেওয়া হয়।

নানা বিতর্কের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানের সমাপ্তি হলেও আপন স্ব-মহিমায় এগিয়ে চলেছেন তিনি। মডেলিং, অভিনয় দিয়ে বিনোদন জগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করতে ব্যস্ত তিনি। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সরব। নতুন নতুন রূপে আত্মপ্রকাশ করে যাচ্ছেন তিনি। ফেসবুক ও ইন্সটাগ্রামে ধারাবাহিকভাবে খোলামেলা সাহসী ছবি ও ভিডিও পোস্ট করে আসছেন তিনি। তবে এবার পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেন এভ্রিল।

এবার সাদা, হলুদ, লাল ও নীল ডোরাকাটা বিকিনি পরে একটি ফুল বাগানের বেঞ্চে বসে আছেন এ মডেল কন্যা। এভ্রিলের এই ছবি নিয়ে হচ্ছে তীব্র সমালোচনা। এরইমধ্যে এ ছবিকে ঘিরে বিভিন্ন মন্তব্যও এসেছে। এরমধ্যে ইন্সটাগ্রামে সমালোচনাই বেশি হচ্ছে ছবিটিকে ঘিরে। তবে এসব সমালোচনার কোনো পাল্টা উত্তর দিতে দেখা যায়নি এভ্রিলকে।

‘মাতাল প্রেমের দামাল হাওয়া, বইছে প্রেমে হায়!’ এই ক্যাপশনে নিজের ফেসবুক ওয়ালে শাড়ি পরে আবেদনময়ী কিছু ছবি পোস্ট করেছেন জান্নাতুল নাঈম এভ্রিল। ছবিটি পোস্ট করার পর তার ছবিতে লাইক কমেন্টে ভেসে গেছে। ইতিবাচক মন্তব্য যেমন পড়েছে তেমনি নেতিবাচক মন্তব্য করছেন নেটিজনরা।

এর আগেও ইনস্টাগ্রামে আবেদনময়ী একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন। সেই ভিডিওতে খোলামেলা পোশাক পরে ইংরেজি একটি গানের তালে নেচেছেন তিনি।

এদিকে, ইভান মনোয়ারের ওয়েব ফিল্ম ‘হেলেন অব ট্রয় থ্রি’-এ অভিনয় করছেন এভ্রিল। নিজের চরিত্র প্রসঙ্গে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আলোচিত এ প্রতিযোগী বলেন, শখের গায়িকা, মূল পেশা ব্যাংক ডাকাতি ! সঙ্গে জানান, ছবিতে তার ঠোঁটে অন্যের গান নয়, সত্যি সত্যি নিজেই কণ্ঠ দিচ্ছেন।

এভ্রিল বলেন, ‘ছবিতে আমি শখের গায়িকা, মূল পেশা ব্যাংক ডাকাতি। উঠতে বসতে আমি প্রায়ই গুনগুন করে গান করি। কণ্ঠ শুনে পরিচালকের পছন্দ হয় এবং ছবিতে গাওয়ার প্রস্তাব দেন।’

জ্যাজ ঘরানার গানটির শিরোনাম ‘মন মানে না’। এর মধ্যে সুর ও সংগীতায়োজনের কাজ সম্পন্ন হয়েছে, চলতি সপ্তাহে কণ্ঠ দেবেন এভ্রিল। ‘হেলেন অব ট্রয় থ্রি’র শুটিং শুরু হবে ২৬ আগস্ট। অ্যাকশন থ্রিলার গল্পে এভ্রিলের বিপরীতে অভিনয় করবেন এ কে আজাদ আদর।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন