৩ নভেম্বর ২০২৫

সি আর দত্ত অসাম্প্রদায়িক দেশ গড়ার এক উজ্জ্বল প্রেরণা : নওফেল

বাংলাধারা প্রতিবেদন »

মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম এর কর্মময় জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক উজ্জ্বল প্রেরণা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (২৫ আগস্ট) ফেসবুক স্ট্যাটাসে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করে এ মন্তব্য করেন উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী তাঁর স্ট্যাটাসে ‘দিব্যান লোকান স্ব গচ্ছতু’ শিরোনামে লিখেন, আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম অমৃতলোকে যাত্রা করেছেন। তিনি মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এই মুক্তিযোদ্ধা ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত হন। দীর্ঘ কর্মময় জীবনে বাংলাদেশ সেনাবাহিনী উর্ধতন কর্মকর্তা মেজর জেনারেল ছিলেন এবং বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি) এর প্রতিষ্ঠাতা ডাইরেক্টর জেনারেল ছিলেন তিনি।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, অবসর গ্রহণের পরে নানা সামাজিক রাজনৈতিক দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছিলেন দীর্ঘদিন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার সেক্টর কমাণ্ডার ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সি আর দত্ত, ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতিও।

নওফেল বলেন, মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত বীর উত্তম এর কর্মময় জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক উজ্জ্বল প্রেরণা।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ