৯ ডিসেম্বর ২০২৫

নগরীতে নগ্ন হয়ে তরুণীকে উত্ত‌্যক্তের অভিযোগ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় প্রকাশ্যে নগ্ন হয়ে এক তরুণীকে উত্ত‌্যক্ত করে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বাবলু নামের এক যুবকের বিরুদ্ধে। গত রোববার (২৩ আগস্ট) পারিবারিক ঝগড়ার এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এরকম একটি ছবি ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে এ নিয়ে চট্টগ্রামে তোলপাড় সৃষ্টি হয়। এখন ওই যুবককে খুঁজছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সদরঘাট থানার পশ্চিম মাদার বাড়ির টং ফ’কির মাজার লাইনে এ ঘটনা ঘটেছে। বাবলু নামের এক যুবক প্রকাশ‌্যে নিজের প‌্যান্ট খুলে ওই তরুণীর দিকে অশ্লীলভাবে এগিয়ে যায়। সেসময় তাকে ধর্ষণেরও হুমকি দেয় বাবলু। তবে ঘটনাটি গত রোববার ঘটলেও আজ মঙ্গলবার ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি উত্তর) আসিফ মহিউদ্দীন গণমাধ্যমকে জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর এ ব্যাপারে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। তবে এই প্রসঙ্গে ভুক্তভোগী ওই তরুণী বা আর কারও কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন