৭ ডিসেম্বর ২০২৫

জনদুর্ভোগ নিরসনে বাস্তবোচিত পদক্ষেপ নিন দ্রুত

সম্পাদকীয় »

চট্টগ্রাম মহানগরীর প্রধান প্রধান সড়কজুড়ে ব্যাপক খানাখন্দ। কোথাও বড় বড় গর্ত। আরো শোচনীয় অভ্যন্তরীণ সড়ক-উপসড়কগুলোর অবস্থা। খানাখন্দ সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগের বিষয়টি গণমাধ্যমে বারবার আসছে। উন্নয়ন কাজে ধীরগতি, সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে সড়কের এই হাল তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন-সিসিসির নব নিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেই নগরীর খানাখন্দে ভরা বেহাল সড়ক সংস্কারের যুদ্ধে নেমেছে আলহাজ্ব খুরশেদ আলম সুজন। কয়েকটি সড়ক দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে জনদুর্ভোগ নিরসনের উদ্যোগও নিয়েছেন তিনি। জনদুর্ভোগ লাঘবে দিচ্ছেন নানা নির্দেশনা। কিন্তু এর বাইরে বেশিরভাগ সড়কেরই বেহাল অবস্থা। তার এই অল্প মেয়াদে কতটুকু সংস্কারে অগ্রগতি করতে পারবেন সেটা দেখার বিষয়।

মহানগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ কাজ চলছে। সম্প্রতি নগরীর অধিকাংশ সড়কে বেহাল অবস্থা। ভাঙাচোরা সড়ক আর বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে থাকায় চলাফেরা করতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে মানুষজনকে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে গাড়িচালকদের।

গণপরিবহনসহ যানবাহন চলছে হেলেদুলে। রিকশা-অটোরিকশাসহ ছোট যানবাহন আটকা পড়ছে গর্তে। গর্তের কারণে বারবার গাড়ি নষ্ট হচ্ছে। যানজট সৃষ্টি হচ্ছে। পথচারীরাও নাকাল হচ্ছেন রাস্তায় নেমে। নগরীর ও শহরতলীর প্রায় সব এলাকায় সড়কের বেহাল দশা।

চট্টগ্রাম মহানগরীর রাস্তাঘাট চলাচলের উপযোগী রাখতে হলে দ্রুত সংস্কার কাজ শেষ করতে হবে। সেই সঙ্গে দৃষ্টি দিতে হবে নির্মাণসামগ্রীর দিকে। একটু বৃষ্টি হলেই রাস্তার বিটুমিন উঠে গিয়ে গর্তের সৃষ্টি হচ্ছে। যানবাহন চলাচল করতে গিয়ে সেই গর্ত বড় হচ্ছে। বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে কংক্রিটের রাস্তার কথা বললেও তার তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

আমরা আশা করব, সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের পাশাপাশি টেকসই রাস্তা নির্মাণে সিটি করপোরেশন উদ্যোগী হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগরবাসীর ভোগান্তি প্রশমনে ত্বরিত বাস্তবোচিত পদক্ষেপ নেবে এমনই প্রত্যাশা।

বাংলাধারা/এফএস

আরও পড়ুন