৯ ডিসেম্বর ২০২৫

লায়ন মুজিবের বিরুদ্ধে ২কোটি ৫০ লাখ টাকার চেক প্রতারণা মামলা

বাংলাধারা প্রতিবেদন »

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি ও ট্রাস্টি বোর্ডের সেক্ররেটারী মোহাম্মদ মুজিবুর রহমান এবং একই বিশ্ববিদ্যালয়ের (ট্রেজারার) মো. আব্দুল মাবুদের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ হারুনুর রশিদ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। 

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালাত চান্দঁগাও মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার নথির তথ্যে জানা যায়, বাদী হারুনুর রশিদের সাথে সখ্যতা থাকায় জায়গা ক্রয় করার কথা বলে ২ কোটি ৫০ লাখ টাকা গ্রহণ করে মো. মুজিবুর রহমান ও মো. আব্দুল মাবুদ। পরবর্তীতে জায়গা ক্রয় করতে না পারায় গ্রহণকৃত টাকা পরিশোধ করবে বলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির নামীয় হিসাবের অনুকূলে নগদ অর্থ প্রদান করবে বলে (এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লি.) চেক প্রদান করে।

এদিকে মোহাম্মদ হারুনুর রশিদ টাকা উত্তোলন করতে চেক নিয়ে ব্যাংকে গেলে জানানো হয় চেকটির অপর্যাপ্ত তহবিল। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা সত্বেও হয়রানী করার উদ্দেশ্যে ভূয়া চেক প্রদান করে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির সেক্ররেটারী মোহাম্মদ মুজিবুর রহমান ও একই বিশ্ববিদ্যালয়ের (ট্রেজারার) মো. আব্দুল মাবুদ। এছাড়া টাকার দেয়ার কথা বলে বার, বার মৌখিকভাবে আশ্বস্ত করলেও পরবর্তীতে প্রতারণার শিকার হতে হয় হারুনুর রশিদকে। এ নিয়ে গত ফ্রেবুয়ারির ২৩ তারিখ লিগ্যাল নোটিশ পাঠানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী মোহাম্মদ রাশেদুল কবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন জারি করেন। তিনি বলেন, আশাকরছি আমরা ন্যায় বিচার পাবো।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ