৯ ডিসেম্বর ২০২৫

মেসির ক্লাব ছাড়ার খবরে বার্সার কার্যালয়ের সামনে বিক্ষোভ

বাংলাধারা ডেস্ক »

ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। এমন খবরের পর কাম্প ন্যুতে ক্লাবটির কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন সমর্থকেরা।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের বিধিনিষেধ ও আইনশৃঙ্খলা বাহিনীর সকল বাধা উপেক্ষা করেই বিক্ষোভ দেখিয়েছেন তারা। ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগও দাবি করেছেন অনেকে।

বিক্ষোভে অংশ নেওয়া রুবেন তেজেরো নামের এক সমর্থক বলেন, “আমি মেসিকে অন্য কোথাও দেখতে চাই না। এটা আমি বিশ্বাস করি না।”

ক্লাব সভাপতির পদত্যাগ দাবি করে তিনি বলেন, “ক্লাবের ম্যানেজমেন্ট থেকে বার্তোমেউয়ের সরে দাঁড়ানোর জন্য একটি আল্টিমেটাম দেওয়া হোক।”

এই বিক্ষোভ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি বার্সেলোনা কর্তৃপক্ষ। তবে জানা গেছে, সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বার্তোমেউয়ের।

উল্লেখ্য, নানা টানা টানাপোড়েনের মাঝে মঙ্গলবার এক ফ্যাক্স বার্তায় বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দেন অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। ছয়বারের বর্ষসেরা ফুটবলার ক্লাবটির প্রতি অনুরোধ জানিয়েছেন, তাকে যেন ‘ফ্রি ট্রান্সফারে’ ছেড়ে দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ