৩ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত ৮৮, মৃত্যু ২

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৫৬ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮৮ জন; এর মধ্যে ৬৯ জন নগরের ও ১৯ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৯৫৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৬৪ জন নগরের ও ৪ হাজার ৯৮০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৭০ জন; এর মধ্যে ১৮৯ জন নগরের ও ৮১ জন উপজেলার বাসিন্দা।

শনিবার (২৯ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২১ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১৮ জন নগরের ও ৭ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৯৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ২২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৩ ও উপজেলার ৪ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১০ জনের নমুনার মধ্যে নগরের ৩ ও উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৬ জনের করোনা পরীক্ষা করে ২ জনের মধ্যে রোগটি পাওয়া গেছে। ইমপেরিয়াল হাসপাতালে ১১৫ জনের নমুনার মধ্যে নগরের ৪ জন শনাক্ত হয়েছেন। শেভরণে ৩৭ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৯ ও উপজেলার ৩ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে লোহাগাড়ার ২, বাঁশখালীর ১, আনোয়ারার ১, চন্দনাইশের ১, বোয়ালখালীর ২, রাউজানের ৩, হাটহাজারীর ৬, সীতাকুণ্ডের ১ ও সন্দ্বীপের ২ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৯০ জন; এর মধ্যে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, বাকি ৮৩ জন বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন