৩ নভেম্বর ২০২৫

বিদেশি মদ ও ফেন্সিডিলসহ আটক ১

বাংলাধারা প্রতিবেদন »

ফেনী জেলায় ৪৩ বোতল বিদেশি মদ, ২০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার দাগনভূইয়্যা থানাধীন সিলোনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এই সমস্ত মদ, ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটকৃত মাদক ব্যবসায়ী ফরিদ (৩০) ফেনী জেলার সুলতানপুর এলাকার মরহুম লাতুর ছেলে। তার পালক পিতা একই এলাকার মাহবুবুল হক।

র‌্যাব সূত্র জানায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে নোয়াখালীর দিকে নিয়ে যাওয়ার জন্য ফেনী জেলার দাগন ভূঁইয়্যা থানাধীন সিলোনিয়া বাজারস্থ লক্ষী এন্টারপ্রাইজ এর সামনে ফেনী-নোয়াখালী পাকা রাস্তার উপর অবস্থান করে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফরিদকে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্তমতে তার সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৪৩ বোতল বিদেশি মদ ও ২০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন অভিনব কৌশলে ফেনী এবং নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী জেলার দাগনভূইয়্যা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ