২৬ অক্টোবর ২০২৫

মাতারবাড়িতে ১০ হাজার জনগোষ্ঠীকে ‘পসকো’র সুরক্ষাসামগ্রী বিতরণ

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ও স্থানীয় ১০ হাজার জনগোষ্ঠীকে করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করেছে প্রকল্পের ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানি পসকো। ১০ হাজার মানুষের জন্যে করোনা প্রতিরোধে মাস্ক, স্যানিটাইজার, করোনা প্রতিরোধক চশমা ও ইনক্রোইট থার্মোমিটার সরবরাহ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কয়লাবিদ্যুৎ কেন্দ্রের পসকো ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানির হল রুমে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

পসকো কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর (পিডি)’র সভাপতিত্বে সুরক্ষা সামগ্রী বিতরণকালে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, ধলঘাটা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, মাতারবাড়ী মেডিকেল অফিসার ড. মু. মাহফুজুল হক, কয়লাবিদ্যুৎ প্রকল্পের পুলিশ ইন্সপেক্টর শাহজাহান, মাতারবাড়ী পুলিশ ফাড়ির ইনচার্জ মুহাম্মদ শাহজাহানসহ ইউনিয়ন পরিষদের সদস্য এবং পসকো কোম্পানির বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

পসকো কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর বলেন, দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎ প্রকল্প মাতারবাড়ি।প্রকল্পে কয়েক হাজার শ্রমিক কাজ করছে। আশপাশ এলাকায় রয়েছে হাজারো স্থানীয়। শ্রমিকদের আগেও করোনা সুরক্ষা দেয়া হয়েছে।শ্রমিকদের পাশাপাশি স্থানীয়দের সুরক্ষাও দরকার। এ চিন্তা থেকেই ১০ হাজার মানুষের জন্য করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রজেক্ট ডিরেক্টর আরো বলেন, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চলমান কাজে অংশ নিতে ইচ্ছুক স্থানীয় একশত বিশ জনকে তিন পর্বে দক্ষতা বৃদ্ধির জন্যে পসকো কোম্পানির তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেয়া হবে। যথাযথ ভাবে যোগাযোগ করলে আমরা আগ্রহীদের প্রশিক্ষণে নিয়ে নেয়ার ঘোষণা দেন কোম্পানির পিডি।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন