৩ নভেম্বর ২০২৫

মসজিদে এসি বিস্ফোরণ, অন্তত ৪০ মুসল্লি দগ্ধ

বাংলাধারা ডেস্ক »

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ঘটনায় অন্তত ৪০ জন দ্বগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ৯টায় মসজিদের ভেতরে থাকা এসির বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা ৩০ থেকে ৪০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের অনেকেই দগ্ধ ও আহত ছিলেন।

প্রত্যক্ষদর্শী কেউ কেউ জানান, এসি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে মসজিদের পাশে থাকা ট্রান্সফরমারও বিস্ফোরণ ঘটে। এতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন