আন্তর্জাতিক ডেস্ক »
থাইল্যান্ডের রাজা তার রাজকীয় সঙ্গীর উপাধি কেড়ে নেওয়ার প্রায় এক বছর পর তাকে আবার ওই পদে পুনর্বহাল করেছেন।
রাজা মাহা ভাজিরালংকর্ন বুধবার সিনিনাত ওংভাজিরাপাকদিকে তার পদবী ও উপাধি ফিরিয়ে দিয়েছেন বলে রয়াল গেজেটে ঘোষণা করা হয়েছে।
থাইল্যান্ডের প্রথা অনুসারে রাজা তার ইচ্ছে অনুযায়ী স্ত্রীর বাইরে কাউকে রাজকীয় সঙ্গী বা কনসোর্ট উপাধি দিতে পারেন। এই কনসোর্ট মূলত রাজার একজন সঙ্গিনী বা পার্টনার।
রাজা ভাজিরালংকর্নের সঙ্গিনী হিসেবে নাম ঘোষণার মাত্র কয়েক মাস পরেই গত বছরের অক্টোবরে সিনিনাতের কনসোর্ট পদবী বাতিল করা হয়েছিল।
সেসময় রাজ পরিবার থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছিল যে রাজার সঙ্গিনী সিনিনাত নিজেকে ‘রানীর সমকক্ষ’ হিসেবে তুলনা করায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। তখন এই ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছিল। সূত্র: বিবিসি বাংলা
বাংলাধারা/এফএস/এএ













