আন্তর্জাতিক ডেস্ক »
সিংগাম-এর মতো ছায়াছবি দেখে তার দেশের তরুণ পুলিশদের ‘সুপারকপ’ হওয়ার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভারতের ২০১৮ আইপিএস ব্যাচের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, কিছু নতুন পুলিশ কর্মকর্তা প্রথমে শো-অফ করেন, পরে তাদের মূল লক্ষ্য ভুলে যান।
নরেন্দ্র মোদি ভিডিও কনফারেনসে দেওয়া বক্তব্যে বলেন, কিছু পুলিশ সদস্য যারা এই বাহিনীতে নতুন যোগ দেন তারা শো-অফ করতে গিয়ে মানুষকে ভয় দেখান। তাদের নাম শুনলেই যেনো অপরাধীরা ভয়ে কাঁপে তেমনটা হতে চান। সিংগাম-এর মতো সিনেমা দেখার পরেই তাদের মনে এসব ধারণা ঢুকে। এর ফলে যেটা হয় তা হলো, তারা যেটা সবচেয়ে জরুরি কাজ সেটা করতেই ভুলে যান।
তিনি বলেন, এভাবে ছায়াছবির অনুসরণে ডিউটি করে মানুষকে আইন মান্য করানো যায় না। এতে বরং পুলিশরা আরও অহংকারী হয়ে ওঠেন। মানুষের মনেও নেতিবাচক প্রভাব পড়ে।
উল্লেখ্য, বলিউডের ব্যবসা সফল সিনেমা সিংগাম ২০১১ সালে রিলিজ হয়। এ সিনেমার মুখ্য চরিত্র হলো একজন পুলিশ অফিসার যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। সিনেমাটিতে সিংগামের নাম ভূমিকায় অভিনয় করেন অজয় দেবগণ।
বাংলাধারা/এফএস/এএ













